রিজার্ভ নয়, স্বর্ণ দিয়ে তেল কিনতে চায় ঘানা

বণিক বার্তা অনলাইন

নতুন উপায়ে তেল কেনার ঘোষণা দিয়েছে ঘানা সরকার। গতকাল বৃহস্পতিবার ঘানার ভাইস-প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়া এক ফেসবুক পোস্টে জানান, তার দেশ ডলার রিজার্ভের পরিবর্তে স্বর্ণের বিনিময়ে তেল কিনতে আগ্রহী। সে লক্ষ্যে তার সরকার কাজ করছে। খবর রয়টার্স। 

বৈদেশিক মুদ্রা ডলার রিজার্ভ হ্রাস ও তেল আমদানিতে ডলারের চাহিদা কমাতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। কারণ এর ফলে স্থানীয় বাজারে মুদ্রাস্ফীতি ও জীবনধারণের ব্যয় বাড়ছে। 

সরকারি তথ্য মতে, গেল সেপ্টেম্বরে ঘানার ডলার রিজার্ভ দাঁড়িয়েছিল মাত্র ৬ দশমিক ৬ বিলিয়ন। এ দিয়ে দেশটিতে তিন মাসের আমদানি চাহিদাও মেটানো সম্ভব নয়। 

বাউমিয়া বলেন, স্বর্ণের মাধ্যমে তেল আমদানি করা সম্ভব হলে আগামী বছরের প্রথম প্রান্তিকে আমাদের মুদ্রার অবমূল্যায়ন উল্লেখযোগ্যহারে কমবে। স্বর্ণের ব্যবহারে বিক্রেতারও বৈদেশিক মুদ্রা বিনিময়ের প্রয়োজন নেই। এটি একটি বড় কাঠামোগত পরিবর্তন করবে।

ঘানা অপরিশোধিত তেল উৎপাদন করে থাকে। কিন্তু এটি পরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরশীল। এক সময় তেল পরিশোধন করলেও ২০১৭ সালে একটি বিস্ফোরণের পর তাদের পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে যায়। 



 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন