সিরামিক এক্সপোয় বাণিজ্যমন্ত্রী

সিরামিক পণ্য রফতানি ১ বিলিয়ন ডলার ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পগুলোর একটি সিরামিক। খুব কম সময়েই প্রসার লাভ করেছে শিল্প। একসময় দেশে সিরামিক চাহিদার সিংহভাগই আমদানির মাধ্যমে পূরণ হতো। বর্তমানে চাহিদার প্রায় ৮৫ শতাংশই পূরণ করছে দেশে উৎপাদিত সিরামিক। এমনকি দেশে উৎপাদিত সিরামিকের প্রচুর চাহিদা তৈরি হয়েছে বিদেশের বাজারেও। বর্তমানে বিশ্বের প্রায় ৫০টি দেশে সিরামিক পণ্য রফতানি হচ্ছে। খাতের বর্তমান রফতানি আয় বছরে প্রায় ৫০০ কোটি টাকা। সরকার বিভিন্নভাবে সিরামিক পণ্য রফতানিতে উৎসাহ দিচ্ছে। আশা করা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই রফতানি বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

গতকাল তিনদিনব্যাপী সিরামিক এক্সপো-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এটির আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে গ্যাস সংকটের কারণে সিরামিক শিল্পে কিছু সমস্যা হচ্ছে। আসতে আসতে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আশা করা যায়, আগামী জানুয়ারি থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। বাংলাদেশের সিরামিক পণ্যের মান বেশ ভালো। দেশে বর্তমানে ৭০টির বেশি সিরামিক শিল্প-কারখানা রয়েছে। বর্তমানে প্রায় পাঁচ লাখ মানুষ সিরামিক শিল্পের সঙ্গে জড়িত। শিল্পের ব্যাপক প্রসার ঘটছে। দেশে-বিদেশে সিরামিক পণ্যের চাহিদাও বাড়ছে। সিরামিক পণ্য রফতানি বৃদ্ধির ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করব। সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।

সিরামিক এক্সপোয় বিশ্বের প্রায় ২০টি দেশের ১২০টি প্রতিষ্ঠান প্রায় ১৫টি ব্র্যান্ড নিয়ে অংশগ্রহণ করেছে। আগামীকাল এক্সপো শেষ হবে। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) প্রেসিডেন্ট মো. সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এরফান উদ্দিন।

অন্যদিকে গতকাল বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজিত ইন্টারন্যাশনাল উইম্যান অন্ট্রাপ্রেনিউরস সামিট-২০২২-এর দ্বিতীয় দিনে উইম্যান ইন বিগ ইন্ডাস্ট্রিজ প্রোভাইডিং ব্যাকোয়ার্ড লিংকেজ ফর স্মলার ইন্ডাস্ট্রিজ শীর্ষক সপ্তম সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী। হার স্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জেরিন মাহমুদ হোসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্জার প্রিন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রুপালী চৌধুরী। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাপানের অ্যাম্বাসেডর ইতো নাওকি। বক্তব্য রাখেন স্কয়ার গ্রুপের ডেপুটি ডাইরেক্টর অনিকা চৌধুরী, টাইগার নিউ এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোলে জিংওয়েন মাও, সেভেন রিং সেমেন্টের পরিচালক অরুশা খান, ওয়ান্ডার উইম্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা সাবিরা মেহরিন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন