শিল্পায়নের জন্য অগ্নিনিরাপত্তা জরুরি —পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শিল্পায়নের জন্য অগ্নিনিরাপত্তা খুবই জরুরি। দেশ উন্নত হচ্ছে। একই সঙ্গে দেশের ভেতরে বাড়ছে শিল্প-কারখানা। তাই শিল্প-কারখানার নিরাপত্তার জন্য অগ্নিনির্বাপণ ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন।

গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত অষ্টম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২২ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসাবের সভাপতি জহির উদ্দিন বাবর।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশে ফ্রিজ উৎপাদন হবে এটা কেউ কল্পনাও করেনি। এখন বাংলাদেশ থেকে টিভিও রফতানি হচ্ছে। অগ্নিনির্বাপণ খাতেও অনেক সম্ভাবনা আছে, এগুলো কাজে লাগাতে হবে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিন বলেন, আমরা প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনাকে মোকাবেলা করছি। বিএম ডিপো সর্বশেষ উদাহরণ। যারা সেখানে জীবন দিয়েছেন, তাদেরকে আমরা অগ্নিবীর হিসেবে ঘোষণা করেছি।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, শিল্পায়নের সময় নিরাপত্তা নিয়ে সচেতনতা আরো বাড়ানো দরকার। ১০০ সবুজ শিল্পের মধ্যে ৪৮টিই বাংলাদেশের। এটা নিয়ে আমরা গর্বিত। এখন নিরাপত্তা নিশ্চিত করলে আমরা আরো এগিয়ে যাব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন