মুডিস রেটিংয়ে প্রিমিয়ার ব্যাংক ‘বি১’

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস ইনভেস্টর সার্ভিসেস বাংলাদেশের বেসকারি ব্যাংক দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডকে ২০২১ সালের আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদি বি১ রেটিং প্রদান করেছে। মুডিসের রেটিং আগামী ১২-১৮ মাসের জন্য কার্যকর থাকবে।

ব্যাংকের সম্পদ মান, মূলধন পর্যাপ্ততা, মুনাফা অর্জন ক্ষমতা এবং সন্তোষজনক তারল্য বিবেচনায় মুডিস দীর্ঘমেয়াদি রেটিং বি১ প্রদান করেছে।

মুডিসের তথ্যানুসারে, ২০২১ সালে নেট সুদের মার্জিন পর্যাপ্ত ফি এবং কমিশন থাকার কারণে ব্যাংকের রিটার্ন অন ট্যাঞ্জিবল অ্যাসেট শূন্য দশমিক শতাংশে উপনীত হয়েছে। মুডিসের পর্যবেক্ষণ অনুসারে প্রিমিয়ার ব্যাংকের তারল্য পর্যাপ্ত রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে তরল সম্পদ ব্যাংকের মোট সম্পদের ২৩ শতাংশ, যার বেশির ভাগই নগদ এবং সরকারি বন্ড এবং বিলে বিনিয়োগ করা হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের করপোরেট গভর্ন্যান্সকেই রেটিংয়ের জন্য মূল বিবেচক হিসেবে বিবেচনা করা হয়। ব্যাংকের নমনীয় আর্থিক কৌশল এবং ঝুঁকি ব্যবস্থাপনা এর সম্পদের গুণগত মান এবং পর্যাপ্ত মূলধনের স্তরকে প্রতিফলিত করে। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন