সী পার্লের শেয়ার বিক্রি করবে বেঙ্গল ভ্যাকেশন ক্লাব

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৫ লাখ ২৬ হাজার ৬৫৩টি শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল ভ্যাকেশন ক্লাব লিমিটেড। সী পার্ল বিচ রিসোর্টের উদ্যোক্তা পরিচালক লুসি আক্তারী মহল, মো. এনামুল হক মো. একরামুল হক একই সঙ্গে বেঙ্গল ভ্যাকেশন ক্লবেরও পরিচালক। ডিএসইর মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ভ্রমণ অবকাশ খাতের কোম্পানিটি।

এর আগে গত ২৩ অক্টোবর ডিএসইর মাধ্যমে সী পার্ল বিচের ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দেয় বেঙ্গল ভ্যাকেশন ক্লাব। ঘোষণা অনুসারে ১৭ নভেম্বরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনেছে কোম্পানিটি।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সী পার্ল বিচ রিসোর্টের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২০ কোটি ৭৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে কোটি ৬১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি লাখ ৫০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৮৩ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ৫৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ২৫ দশমিক ৫৯ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ১৭৭ টাকা ৬০ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন