
অক্টোবরে চীনে অ্যালুমিনিয়াম আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৯ শতাংশ কমেছে। অব্যাহত চাহিদা কমতে থাকা এবং স্থানীয় বাজার ঊর্ধ্বমুখী সরবরাহ আমদানি কমাতে সহায়তা করেছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে চীন প্রাইমারি, অগঠিত ও অ্যালয়সহ সব মিলিয়ে ১ লাখ ৯৬ হাজার ৪৬০ টন অ্যালুমিনিয়াম আমদানি করে। চলতি বছর দেশটি ধাতুটির উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার পর থেকেই আমদানি কমছে। এ বছর টানা আট মাস উৎপাদন ঊর্ধ্বমুখী ছিল। সবশেষ গত মাসে উৎপাদন বেড়ে ৩৪ লাখ ৫০ হাজার টনে উন্নীত হয়েছে।
চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটি ৩ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
তবে ধাতুটির চাহিদা অব্যাহত কমছে। একের পর এক করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশটি জিরো কভিড নীতি গ্রহণ করেছে। এক্ষেত্রে পরিপালন করা হচ্ছে কঠোর বিধিনিষেধ। এতে অ্যালুমিনিয়ামের ব্যবহার কমছে।