উরুগুয়েকে রুখে দিল দক্ষিণ কোরিয়া

ক্রীড়া প্রতিবেদক

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে আজ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়ার ম্যাচে দুর্দান্ত লড়াই হয়েছে, দুই গোলকিপারকে ব্যতিব্যস্ত রেখেছেন উভয় দলের ফরোয়ার্ডরা। যদিও কোনো কিছুই দুই দলকে আলাদা করতে পারেনি। ম্যাচটি শেষ হয়েছে অমীমাংসিতভাবে।এইচ গ্রুপের এই ম্যাচে লাতিনদের গোলশূন্য রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট তুলে নেয় কোরিয়ানরা।

 

এডুকেশন সিটি স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের গর্জনের মধ্যে দারুণ জমে ওঠে লড়াই। পাওলো বেন্তোর দক্ষিণ কোরিয়া বারবার হতাশ করতে থাকে উরুগুয়ের তারকাদের। লুই সুয়ারেজ, ডারউইন নুনেজ আর এডিনসন কাভানিকে নিয়ে গড়া ভয়ংকর ফ্রন্টলাইন কিছুতেই কোরিয়ান রক্ষণ দেয়াল ভাঙতে পারছিল না। অন্যদিকে, কোরিয়ানরা খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। ফলে তারাও গোল পায়নি। কোরিয়ার সেরা সুযোগটি পেয়েছিলেন হোয়াং উই-জো, যিনি বারের ওপর দিয়ে মেরেছেন।

 

প্রথমার্ধে কোরিয়ানরা নিয়ন্ত্রিত ফুটবল খেলে গোলবার অক্ষত রাখে। তবে দ্বিতীয়ার্ধে তাদের ওপর চাপ তৈরি করতে থাকেন উরুগুয়ের তারকারা। শেষ মিনিটে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেদেরিকো ফালভার্দের বুলেট শট পোস্টের কাছ দিয়ে চলে যায়।

 

শেষ দিকে সুযোগ এসেছিল কোরিয়ারও। টটেনহাম স্ট্রাইকার সন হিউং-মিনের শটও কোরিয়াকে হতাশ করে, আর স্বস্তি পায় উরুগুয়ে শিবির।

 

কোরিয়া-উরুগুয়ের ড্রতেএইচ গ্রুপটি উন্মুক্তই থাকল। এ গ্রুপটি থেকে নকআউটে ওঠার ক্ষেত্রে ফেভারিট ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, যারা আজ প্রথম ম্যাচ খেলতে নামছে ঘানার বিপক্ষে।

 

চলতি বিশ্বকাপে এটা চতুর্থ গোলশূন্য ড্র। এর আগে পোল্যান্ড-মেক্সিকো, ডেনমার্ক-তিউনিসিয়া ও ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচ গোলশূন্য ড্র হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন