ঢাকায় শনিবার শুরু দ্বিতীয় সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা ক্লাব ও বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) যৌথ উদ্যোগে এবং ডাচ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছয় দলেরশেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২২। শনিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় আসরে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব।

 

শনিবার ২৬ নভেম্বর শুরু হয়ে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের আসর। স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও আফগানিস্তানসার্কভুক্ত এই ছয় দেশ অংশ নিচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে।

 

আজ ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল, বিবিএসএফ সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব, টুর্নামেন্ট পরিচালক আসফারুল ইসলামসহ ঢাকা ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে মোট ১৪ জন খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে স্বাগতিক বাংলাদেশের ৫ জন। এছাড়া চারটি দেশের দুজন করে মোট আট জন এবং শ্রীলংকার একজন খেলোয়াড় অংশ নেবেন এই আসরে। গত আসরে ১২ খেলোয়াড় অংশ নিয়েছিলেন। ২০১৯ সালের সেই আসরে শিরোপা জিতেছিলেন পাকিস্তানের আশজাদ ইকবাল।

 

সংবাদ সম্মেলনে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল বলেন, এটি আমাদের দ্বিতীয় সার্ক টুর্নামেন্ট। আমরা গর্বিত জাতীর পিতার ছেলের নামে টুর্নামেন্টটি করতে পারছি। এ টুর্নামেন্টের মাধ্যমে খেলাটি সারাদেশে ছড়িয়ে দিতে চাই। স্নুকার খেলাটি কিছুটা কঠিন হলেও সামান্য মনোযোগ দিলে এখানে সাফল্য পাওয়া সম্ভব।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে শনিবার দুপুর ১২টায় ঢাকা ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ওইদিন সন্ধ্যা ৭টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় আসরের পর্দা নামবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন