আগামী মাসে আসছে ভারতীয় ক্রিকেট দল

তামিমের নেতৃত্বে ওয়ানডে দল, আছেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

আগামী ১ ডিসেম্বর ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল। এ সফরে তারা তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে। প্রথমেই ওয়ানডে সিরিজ। আজ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ দলটিকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল, যিনি টি২০ থেকে অবসর নেয়ায় বেশ কিছুদিন ছিলেন জাতীয় দলের বাইরে। সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া মাহমুদউল্লাহ আছেন ভারত সিরিজের দলে। তবে জায়গা পাননি টি২০ বিশ্বকাপে খেলে আসা ব্যাটার সৌম্য সরকার।

 

৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ও একই মাঠে ৭ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর লড়াই হবে চট্টগ্রামে। ১০ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে ১৪ ডিসেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর ঢাকায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

 

ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন