সার্বিয়ার বিপক্ষে একাদশ নিয়ে মধুর সমস্যায় তিতে

বণিক বার্তা অনলাইন

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 'মিশন হেক্সা' নিয়ে মাঠে নামছে আজ। 'জি' গ্রুপের ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ ইউরোপের সার্বিয়া। বাংলাদেশ সময় রাত একটায় লুসাইল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে কেমন হবে ব্রাজিলের একাদশ তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। কোচ তিতে অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে। তবে অনুশীলন দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে কেমন হতে পারে দল।

তিতের জন্য অবশ্য এবার দল সাজানো মধুর এক সমস্যায় হবে। প্রতিটি পজিশনেই রয়েছেন তারকা ফুটবলার। তাই সেরা একাদশ বাছতে হলে কাউকে না কাউকে বাদ দিতেই হবে। ডিফেন্সিভ মিডে ফ্রেড আর কাসেমিরোর একাদশে জায়গা বলতে গেলে নিশ্চিত। অধিনায়ক হিসেবে রক্ষণ সামলানোর দায়িত্বে থাকছেন থিয়াগো সিলভাও। তার সঙ্গে দেখা যেতে পারে মার্কিনোসকে। গোলপোস্টের নিচে অ্যালিসন বেকার আর এডারসনের মতো তারকা থাকলে তো দুশ্চিন্তার কিছু নেই।

তবে তিতের সবচেয়ে কঠিন কাজটিই হবে ফরোয়ার্ড লাইন সাজানো। এক ঝাঁক তারকা ফরোয়ার্ড তার দলে। নেইমার, ভিনিসিয়ুস, রাফিনহা, আন্তোনি, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি-কাকে রেখে কাকে বাদ দেবেন তিতে?  যতটুকু জানা গেছে, অভিজ্ঞ গ্যাব্রিয়েল জেসুসকে জায়গা ছেড়ে দিতে হতে পারে রাফিনহার জন্য। নেইমার তো থাকছেনই, তার সঙ্গে রিচার্লিসনেরও একাদশে জায়গা বলতে গেলে নিশ্চিত।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১)

অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনোস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, ফ্রেড, কাসেমিরো, নেইমার, প্যাকেতা, রাফিনহা, রিচার্লিসন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন