টানা তিনদিন মৃত্যুহীন বাংলাদেশ

বণিক বার্তা অনলাইন

দেশে টানা তৃতীয় দিনের মতো দেশে নভেল করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। একই সঙ্গে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও কমেছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ৩ হাজার ৮০ টি নমুনা সংগ্রহ ও ৩ হাজার ৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গিয়েছে। গতকাল এ সংখ্যা ছিল ৩৩। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১০ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম জেলায় একজন, কক্সবাজার জেলায় একজন, রাজশাহী জেলায় দুজন, এবং সিলেট জেলায় ছয়জন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের ৫৯টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি গত এক দিনে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৪৬৯ জন হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৪৩১ জনে রয়েছে। সবশেষ গত সোমবার একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬৫ শতাংশ। আগেরদিন এ হার ছিল ০ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৭৭ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৫ হাজার ৩৩০ জন।।

বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন