প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আগামী ২৯ নভেম্বর তিন দিনের দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর টোকিওর পথে যাত্রার কথা ছিল।

রাজধানীতে অনুষ্ঠিত আইওআরএ সম্মেলনে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকের সঙ্গে বৈঠক শেষে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন শাহরিয়ার আলম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের আনুষ্ঠানিক ঘোষণা আমরা এখনো পর্যন্ত দেইনি। আপনারা জানেন ডিপ্লোমেসিতে অনেক সুবিধা-অসুবিধা থাকে। যে কারণে শেষ মুহূর্তে অনেক কিছু পরিবর্তন হয়। 

নতুন তারিখে সফরটি শিগগিরই হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একটি তারিখের কথা আপনারা হয়তো শুনেছেন, সেই তারিখে বর্তমান প্রেক্ষিতে হচ্ছে না। তবে খুব শিগগিরই হবে। আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে, এমওইউ এবং এগ্রিমেন্ট; যেগুলো প্রধানমন্ত্রী পর্যায়ের সফরে স্বাক্ষর হবে বলে আমরা আশা করছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন