ইউনেস্কো থেকে রাশিয়ার দূতের পদত্যাগ

বণিক বার্তা অনলাইন

ইউনেস্কো থেকে পদত্যাগ করেছেন রাশিয়ার স্থায়ী প্রতিনিধি আলেকজান্ডার কুজনেতসভ। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির চেয়ারপারসনের দায়িত্বও পালন করছিলেন তিনি, এরই মধ্যে সেই অফিস ত্যাগ করেছেন। খবর রুশ বার্তা সংস্থা তাস।

কমিটি সদস্যদের কাছে এক চিঠিতে কুজনেতসভ জানান, ইউনেস্কোয় রুশ দূত হিসেবে তার মিশন শেষ হওয়ায় বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৫তম অধিবেশনে থাকা সম্ভব নয়।

ইউনেস্কোর নিয়মানুযায়ী, কমিটির পরবর্তী চেয়ারপারসন এমন একটি দেশকে নিয়োগ করা হবে, যেটি ইংরেজি ভাষায় বর্ণানুক্রমিকভাবে রাশিয়ার পরে রয়েছে। এ হিসেবে কুজনেতসভের স্থলাভিষিক্ত হবে সৌদি আরবের প্রতিনিধি।

আলেকজান্ডার কুজনেতসভের চিঠির বিষয়টি উল্লেখ করে জাতিসংঘের একজন কূটনৈতিক জানান, শিগগিরই কমিটি নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন