চীনে ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা শনাক্ত

বণিক বার্তা অনলাইন

মহামারী শুরুর পর থেকে চীনে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের রেকর্ড সৃষ্টি হয়েছে। কঠোর লকডাউন, গণপরীক্ষা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও দেশটিতে রেকর্ড সংখ্যক ব্যক্তি আক্রান্ত শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি ডাটা থেকে এ তথ্য জানা গিয়েছে। খবর ইন্ডিয়া টাইমস।

জাতীয় স্বাস্থ্য ব্যুরোর তথ্য মতে, বুধবার চীনে ৩১ হাজার ৪৫৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৭ হাজার ৫১৭ জনের কোনো উপসর্গ ছিল না। চীনের ১৪০ কোটি জনসংখ্যার তুলনায় এ আক্রান্তের সংখ্যা অপেক্ষাকৃত কম।

এদিকে বেইজিংয়ের জিরো কভিড নীতির আওতায় পুরো নগরীতে লকডাউনের ঘোষণা আসতে পারে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটিতে আক্রান্তদের একেবারে আলাদা করে রাখা হচ্ছে।

চীনের মেগাসিটি সাংহাইয়ে লকডাউন চলাকালে মধ্য এপ্রিলে এক দিনে ২৯ হাজার ৩৯০ জনকে করোনায় সংক্রমিত হয়েছিল। বুধবারের সংক্রমণ সেই সংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছে। 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন