ছাত্রদল নেতা নয়ন হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

বণিক বার্তা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার অভিযোগে পুলিশ সুপারসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল সকালে নিহত নয়নের বাবা ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (বাঞ্ছারামপুর) মামলার আবেদন করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী আরিফুল হক মাসুদ জানান, আদালতে মামলার আবেদন জমা দেয়া হয়েছে। তবে সন্ধ্যায় আদালত আবেদন খারিজ করে দেন। মামলায় প্রধান আসামি করা হয়েছিল বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ বিশ্বাসকে। এছাড়া কনস্টেবল শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, ওসি (তদন্ত) তরুণ দে, এসআই আফজাল হোসেন খান, এসআই বিকিরণ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা পুলিশ সুপার আনিসুর রহমানসহ অজ্ঞাতনামা আরো -১০ জনকে আসামি করা হয়।

১৯ নভেম্বর বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ চলছিল। সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের গুলিতে উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. নয়ন মিয়া নিহত হন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন