নিজের রোজগারে মাকে বাড়ি কিনে দিয়েছিলেন টাইগার শ্রফ

ফিচার ডেস্ক

সিনেমা হিট হলে অর্থ আসে। ফ্লপ হলে ডুবতে হয় প্রযোজককে। ২০০২ সালে ‘বুম’ প্রযোজনা করেছিলেন জ্যাকি শ্রফ ও তার স্ত্রী আয়শা শ্রফ। তখন ছিল পাইরেসির যুগ। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই পাইরেসি হয়েছিল। পাশাপাশি আইনি জটিলতায় মুক্তি আটকে যায় সিনেমার। লোকসানের কারণে নানা জায়গা থেকে ঋণ নিতে বাধ্য হয় জ্যাকির পরিবার। সেজন্য বন্ধক পড়েছিল তাদের বসতবাড়ি। শেষ পর্যন্ত সিনেমার ভরাডুবির পর বাড়িটি হাতছাড়া হয়ে যায় শ্রফ পরিবারের।

বাবার হারানো এ বাড়ি আবার ফিরিয়ে এনেছিলেন টাইগার শ্রফ। করণ জোহরের কফি উইথ করণে এসব কথা নিজেই জানিয়েছেন আয়শা শ্রফ। তিনি বলেন, ‘‌ সেই দুর্দিনে জ্যাকি শ্রফ যেমন তার পাশে ছিলেন, তেমনই পরের ধাপটুকু সামলে দেন ছেলে। ‌বুম আমার জীবনে অনেকটা জুড়ে ছিল। পাইরেসির সমস্যায় পড়ে ডিস্ট্রিবিউটররা পিছিয়ে গেলেন। আমার সিনেমাটির দায়িত্ব নেয়নি কেউ। তখন পাশে ছিলেন আমার স্বামী। বলেছিলেন, এটা আমাদের পরিবারের সম্মানের প্রশ্ন। আমরা অবশ্যই সিনেমা মুক্তির ব্যবস্থা করব। আমি তোমার পাশে আছি। এরপর ‌আমরা বাড়ি বন্ধক দিই। অনেক চেষ্টার পর বুম মুক্তির ব্যবস্থা করলেও সিনেমা ব্যর্থ হয়। হাতছাড়া হয়ে যায় আমাদের বাড়ি। খুব যন্ত্রণার মধ্যে দিন কেটেছে। সে সময়ই টাইগার অভিনয়ে এসে প্রতিশ্রুতি দেন মাকে, বাড়িটা তিনি ফিরিয়ে আনবেন।’

টাইগারও তার অনেক সাক্ষাৎকারে বাড়ি হাতছাড়া হওয়ার যন্ত্রণার কথা বলেছেন। তিনি বলেন, ‘‌আমরা চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমার মনে আছে, একটা একটা করে আসবাব বেচে দেয়া হচ্ছিল। মায়ের হাতের কাজ, লণ্ঠন যা কিছুর মধ্যে আমার বেড়ে ওঠা, একে একে সব হারিয়ে গেল। বিছানা ছেড়ে মেঝেতে ঘুমাতে হয়েছে আমাকে। এসব খুব খারাপ লেগেছিল। ওই বয়সে একটা কিছু কাজ জুটিয়ে মা-বাবার পাশে থাকতে চেয়েছিলাম। কিন্তু তখন পরিস্থিতি সহজ ছিল না। কোনোভাবে পাশে দাঁড়াতে পারিনি বলে আফসোস হয়।’

কিন্তু একসময় কথা ঠিকই রেখেছিলেন টাইগার। আয়েশা জানান, টাইগার কথা রেখেছিল। অভিনয় জীবন শুরু করার পর নিজের রোজগারের টাকায় মাকে একটি বাড়ি কিনে দিয়েছিল। 


সূত্র: হিন্দুস্তান টাইমস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন