কোস্টারিকাকে ৭ গোল দিল স্পেন

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেল অন্যতম ফেভারিট স্পেন। আজ রাতে গ্রুপের ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা ৭-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকাকে। বিশ্বকাপে এই প্রথম কোনো দলকে সাত গোল দিল স্পেন এবং বৈশ্বিক আসরে এটাই তাদের সবচেয়ে বড় জয়।

 

দোহার আল থুমামা স্টেডিয়ামে স্পেনের হয়ে গোল করেন মোট ছয়জন। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ফেরান তোরেস (৩১ ও ৫৪ মিনিট) করেন জোড়া গোল। এছাড়া একটি করে গোল করেন দানি ওলমো (১১ মিনিট), মার্কো আসেনসিও (২১ মিনিট), গাভি (৭৪ মিনিট), কার্লোস সোলের (৯০ মিনিট) ও আলভারো মোরাতা (৯২ মিনিট)

 

দুর্দান্ত এক গোল করে আলোচনায় বার্সেলোনার মিডফিল্ডার গাভি। পেলে ও ম্যানুয়েল রোসাসের পর তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করেন তিনি। গতকাল তার বয়স ছিল ১৮ বছর ১১০ দিন। পেলে ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে ১৭ বছর ২৪৯ দিন ও রোসাস ১৮ বছর ৯৯ দিন বয়সে বিশ্বকাপে গোল করেন। তাদের দুজনের পরই এখন গাভি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন