ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (আইসিআইসিএল) প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন শুরু হচ্ছে আজ। আবেদন চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ডিএসইর মাধ্যমে তথ্য জানা গিয়েছে।

চলতি বছরের ১৫ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৮৩৮তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। সংস্থাটির ংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের কোটি লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে সর্বমোট ২০ কোটি ২৬ লাখ কোটি উত্তোলনের অনুমোদন পেয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। উত্তোলিত অর্থ ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ৮২ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন