শেয়ার কিনবেন এপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালক

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মনজুর এলাহী কোম্পানিটির ৬০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনবেন উদ্যোক্তা পরিচালক। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গিয়েছে।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৭০ কোটি ৭৮ লাখ টাকা। মোট শেয়ারের ৩১ দশমিক ৭৫ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২১ দশমিক ৬৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বাকি ৪৬ দশমিক ৫৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে এপেক্স ফুটওয়্যারের পর্ষদ। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন