পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের আয় চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। তবে উৎপাদন ব্যয় বাড়ার প্রভাবে এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে প্রায় ৭ শতাংশ।
গতকাল অনুষ্ঠিত সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে বেক্সিমকো লিমিটেডের পর্ষদ। প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ১ হাজার ৯১৮ কোটি ৯৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৭৫৭ কোটি ৫৯ লাখ টাকায়। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। এতে আলোচ্য সময়ে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৬০২ কোটি টাকা। যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬১৫ কোটি টাকায়। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৫৬৩ কোটি ৮৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন মুনাফা ছিল ৫৮৮ কোটি ৭২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৩৫ কোটি ৭১ লাখ টাকা। যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩৬০ কোটি ৫৪ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময় ছিল ৪ টাকা ১১ পয়সায়। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৫ টাকা ৪১ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বেক্সিমকো লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ২৫৪ কোটি ৭৯ লাখ টাকা। এর আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ৬৬০ কোটি ৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা ৯০ দশমিক ১০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ টাকা ৩২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৫৩ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯১ টাকা ১৯ পয়সায়। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর। এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বেক্সিমকো লিমিটেডের মোট শেয়ার সংখ্যা ৮৭ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৭৯। এর মধ্যে ৩৩ দশমিক ৯৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৯ দশমিক ১২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৭৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৩৬ দশমিক ১৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।