সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৫ শতাংশের বেশি। গতকাল প্রকাশিত বস্ত্র খাতের কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে ড্রাগন সোয়েটারের ইপএস হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৬ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৬ পয়সা বা ৫ দশমিক ১৭ শতাংশ। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৮৮ পয়সায়। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ।