তিরুপতি মন্দিরের ভাণ্ডারে ১০ টন স্বর্ণ ও ১৬ হাজার কোটি রুপি

বণিক বার্তা অনলাইন

কয়েক টন স্বর্ণের মালিক ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত মন্দির তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)। এ ছাড়া রয়েছে অন্যান্য সম্পত্তি, যার পরিমাণ ও আর্থিক মূল্য শুনলে যে কেউ অবাক হতে বাধ্য।

সম্প্রতি মন্দির কর্তৃপক্ষ জানায়, তাদের তহবিলে শুধু স্বর্ণই রয়েছে দশ টন। নগদ অর্থ রয়েছে প্রায় ১৬ হাজার কোটি রুপি। সব মিলিয়ে তিরুপতি দেবস্থানাম প্রায় সোয়া ২ লাখ কোটি রুপিরও বেশি বা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮০ কোটি টাকার অস্থাবর সম্পত্তির মালিক।

মন্দিরের নির্বাহী কর্মকর্তা এভি ধর্ম রেড্ডি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, ২০১৯ সালে বিভিন্ন ব্যাংকে তীর্থস্থানটির জমা ছিল ১৩ হাজার কোটি রুপি। তিন বছরে তা বেড়ে প্রায় ১৬ হাজার কোটি রুপিতে দাঁড়িয়েছে।

এ ছাড়া ব্যাংক হিসাব অনুযায়ী, তিন বছর আগে তাদের ৭ হাজার ৩০০ টনের মতো সোনা ছিল। এখন সেটা দাঁড়িয়েছে ১০ টনে। মন্দির কর্তৃপক্ষের হিসেবে, এখন তাদের মোট সম্পত্তি বেড়ে সোয়া ২ লাখ কোটি রুপিতে পৌঁছেছে। এ ছাড়া মন্দিরের স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ৭ হাজার একরের বেশি জমি।

মন্দিরের বিপুল সম্পত্তির উৎস হিসেবে ভক্তদের দানের কথা বলা হচ্ছে।

সম্প্রতি মন্দিরের এত সম্পদ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। শোনা যায়, বিনিয়োগের উদ্বৃত্ত অর্থ অন্ধ্রপ্রদেশের নিরাপত্তা খাতে খরচের চিন্তাভাবনা করছে মন্দির কর্তৃপক্ষ। তবে ট্রাস্ট বোর্ড এ খবর উড়িয়ে দিয়েছে।

তারা বলছে, ওই খবর একেবারেই ঠিক নয়। মন্দিরে যা দান করা হয়, আমরা তা খুব স্বচ্ছতার সঙ্গে নির্দিষ্ট ব্যাংকে গচ্ছিত রাখি।

তিরুমালা তিরুপতি দেবস্থানাম অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় তিরুমালায় অবস্থিত একটি বিষ্ণু মন্দির। এ মন্দিরে বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বরের পূজা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন