ইউনাইটেড পাওয়ারের ইজিএম ৯ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

সম্মিলিতভাবে স্থানান্তরকারী তিন কোম্পানির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে চলতি বছরের নভেম্বর বেলা ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসারে ইজিএম আহ্বান করেছে বিদ্যুৎ জ্বালানি খাতের কোম্পানিটি। ইউনাইটেড পাওয়ার কোম্পানি তিনটির সঙ্গে একীভূত হলে তাদের ব্যবসায় টিকে থাকার সক্ষমতা বাড়বে। বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেয়ার পাশাপাশি ব্যাংক অন্যান্য ঋণদাতাদেরও সম্মতি চাইবে ইউপিজিডিসিএল।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইউপিজিডিসিএলের পরিচালনা পর্ষদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন