ঢামেকে হচ্ছে ২০ শয্যার স্ট্রোক ইউনিট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চালু হচ্ছে ২০ শয্যার স্ট্রোক ইউনিট। এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ আয়োজিত গতকালের এক অনুষ্ঠানে বিষয়টি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক বলেন, আমরা ২০ শয্যার একটি স্ট্রোক ইউনিট করব। যদিও দীর্ঘদিন ধরে আমরা এটা বলে আসছি। এবার কিন্তু সত্যিই হতে যাচ্ছে। এরই মধ্যে আমাদের অর্থ বরাদ্দ, অবকাঠামোগত কাজসহ সবকিছুই মোটামুটি শেষ করা হয়েছে। এখন আটকে আছে টেন্ডারে। এটি সম্পন্ন হলে আশা করছি, আগামী দুই বছরের মধ্যেই শুরু করে দিতে পারব। তিনি আরো বলেন, নিউরোসার্জারি বিভাগে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্রয়োজন হয়। কিন্তু সব সময় আইসিইউ সেবা দিতে পারি না। সেখান থেকে বেরিয়ে আসতে ১০ শয্যার একটা আইসিইউ করেছি। মেডিসিন বিভাগের জন্যও একটি স্ট্রোক ম্যানেজমেন্ট সিস্টেম করেছি।

জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে শয্যা সংখ্যা আছে ৩০০টি। বিভাগটির অধীনে মোট ওয়ার্ড সংখ্যা ছয়টি। শয্যার বাইরেও প্রায় ২০০ রোগী মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন