তিন প্রান্তিক

লিন্ডে বাংলাদেশের ইপিএস কমেছে ২২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় ২২ শতাংশ কমেছে। মূলত বিশ্ববাজারে পণ্য উৎপাদনে ব্যবহূত কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হেলথকেয়ার ব্যবসায় আয় উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় কোম্পানিটির ইপিএস হ্রাস পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি খাতের কোম্পানিটি।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে লিন্ডে বাংলাদেশের ইপিএস হয়েছে ৪৮ টাকা ৭৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৯ টাকা ৪১ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ১০ টাকা ৬৩ পয়সা বা ২১ দশমিক ৭৯ শতাংশ। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ টাকা ৮৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৯৯ পয়সা। বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮৯ টাকা ৩৪ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৩৭৫ টাকা ১৬ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিন্ডে বাংলাদেশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮০ টাকা ৫৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭০ টাকা ৫৫ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১০ টাকা বা ১৪ দশমিক ১৭ শতাংশ। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯৫ টাকা ৫৫ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল লিন্ডে বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন