পুঁজিবাজারের পতন গড়াল পাঁচদিনে

নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহের শেষ কার্যদিবস থেকেই নিম্নমুখিতা পরিলক্ষিত হচ্ছে দেশের পুঁজিবাজারে। গতকাল পর্যন্ত টানা পাঁচদিন ধরে পয়েন্ট হারাচ্ছে সূচক। গতকাল প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক পয়েন্ট হারিয়েছে। অবশ্য এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর ৪০ মিনিট পর্যন্ত আগের দিনের তুলনায় ইতিবাচক অবস্থানে ছিল ডিএসইএক্স। সময় আগের দিনের তুলনায় ৬০ পয়েন্ট যোগ হয় সূচকে। অবশ্য এর পর থেকেই শেয়ার বিক্রির চাপে টানা পয়েন্ট হারাতে শুরু করে সূচকটি। শেষ পর্যন্ত গতকাল দিন শেষে এর আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে হাজার ৩৯০ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল হাজার ৪০১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল পয়েন্ট বেড়ে হাজার ২৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল হাজার ২৭৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে কিছুটা বেড়ে হাজার ৪০৮ পয়েন্টে অবস্থান করছে। এর আগের কার্যদিবসে যা ছিল হাজার ৪০৭ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানেজমেন্ট, ইস্টার্ন হাউজিং বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ারের।

বাজার বিশ্লেষকরা বলছেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আসন্ন আর্থিক ফলাফলকে সামনে রেখে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে পোর্টফোলিও পুনর্বিন্যাসের প্রবণতা দেখা যাচ্ছে। বিদ্যমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে পুঁজিবাজারের ভবিষ্যৎ নিয়েও তাদের মধ্যে শঙ্কা কাজ করছে। বাজার হাতে গোনা কিছু কোম্পানির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ার কারণে বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক অবস্থান পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে অনেক শেয়ার ফ্লোর প্রাইসের মধ্যে আটকে থাকার কারণে ক্রেতা পাচ্ছে না। এছাড়া যেসব কোম্পানির আর্থিক ফলাফল বিনিয়োগকারীদের প্রতাশা পূরণ করতে পারেনি সেগুলোর দর সংশোধন হচ্ছে। সব মিলিয়ে বিষয়গুলোরই নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে।

ডিএসইতে গতকাল হাজার ১৭৮ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল হাজার কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৮১টির আর অপরিবর্তিত ছিল ২২৬টি সিকিউরিটিজের বাজারদর।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ২১ পয়েন্ট কমে ১১ হাজার ২৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৩৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৮২১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১২টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত ছিল ৯৭টির বাজারদর। গতকাল সিএসইতে ১৭ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪১ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন