হিরু ও তার সহযোগীদের দেড় কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে পুঁজিবাজারের আলোচিত বিনিয়োগকারী সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের হিরু তার সহযোগীদের দেড় কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি সূত্রে তথ্য জানা গিয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার কারসাজিতে সংশ্লিষ্টতা পাওয়ায় আবুল খায়ের হিরু তার সহযোগীদের জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে বিষয়ে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, বছরের ২৮ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারদর ছিল ৩৪ টাকা। এর পর থেকেই টানা বাড়তে থাকে কোম্পানিটির শেয়ারদর। এর মধ্যে গত ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারদর সর্বোচ্চ ৭৬ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। এর পর থেকে অবশ্য শেয়ারটির দর কমতে শুরু করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন