অস্বাভাবিক হারে বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ারদর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে  বেড়েছে। পাশাপাশি কোম্পানি দুটির শেয়ার লেনদেনও সময়ে বেড়েছে। তবে অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি লেনদেন বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি দুটি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ২৮ সেপ্টেম্বরের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৬৪ টাকা ৬০ পয়সায়। সর্বশেষ গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৯১৯ টাকা ৬০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৫৫ টাকা বা ৬২ দশমিক ৮৮ শতাংশ। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত ১০ অক্টোবর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট লাখ ২৮ হাজার ৩৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল লেনদেন ছিল লাখ ৩৪ হাজার ৭১৬টি।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ওরিয়ন ইনফিউশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল টাকা ১২ পয়সায়। বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৫ পয়সায়।

এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওরিয়ন ইনফিউশন। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে টাকা ৩৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল টাকা ৪৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সা।

অন্যদিকে চলতি বছরের ২৯ সেপ্টেম্বরের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে বিডিকম অনলাইনের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৬১ টাকা ৩০ পয়সায়। সর্বশেষ গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা ১০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩ টাকা ৮০ পয়সা বা ২২ দশমিক ৫১ শতাংশ।

এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত ১০ অক্টোবর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ২৫ লাখ ১৭ হাজার ৬৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল লেনদেন ছিল ১২ লাখ ৪৮ হাজার ৭০৬টি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বিডিকম অনলাইনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৭ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ৩৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৮ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৮ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন