বিআইসিএম-বিএএসএমের কাছে আইডিয়া চায় বিএসইসি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) কাছে তাদের গবেষণাকাজের মাধ্যমে পুঁজিবাজারের জন্য নিত্যনতুন উদ্ভাবনী পণ্যের আইডিয়া চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিআইসিএম বিএএসএমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইনেভস্টর রেজিলেন্স অ্যান্ড সাসটেইনেবল ফাইন্যান্স শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গতকাল আহ্বান জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

ভার্চুয়াল মাধ্যমের বক্তব্যে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ইনেভস্টরদের রেজিলেন্স সাসটেইনেবল ফাইন্যান্স নিয়ে আমাদের আরো কাজ করতে হবে। আমরা নতুন কিছু বন্ড ইনোভেটিভ প্রডাক্ট নিয়ে কাজ করছি। বিআইসিএম বিএএসএমকেও তাদের গবেষণাকাজের মাধ্যমে বাজারে নিত্যনতুন উদ্ভাবনী পণ্যের আইডিয়া দেয়ার নির্দেশ দেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন