খুলনায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বাস্তবায়িত ৯৪টি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তাই এ বিষয়ে তথ্য সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি সড়কের কয়েকটি প্রকল্পের কাজের মান যাচাইয়ে অভ্যন্তরীণ বিভাগীয় তদন্ত কমিটিও কাজ শুরু করেছে।
জানা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তর খুলনা সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাসের কর্মকালে সড়কে ডিপিএম টেন্ডারকাজ, পিএমপি বরাদ্দে অনিয়ম নিয়ে তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায়। এ বিষয়ে জানতে চাইলে বিজন কুমার রায় বণিক বার্তাকে জানান, খুলনায় সড়ক ও জনপথ বিভাগের প্রকল্পের কাজে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ যাচাইয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরের ডিপিএম (ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড) পদ্ধতিতে টেন্ডার কাজের তালিকা, পিএমপি (সড়ক-মেজর) বরাদ্দ কাজের তালিকা ও খুলনা-চুকনগর-সাতক্ষীরা সড়কে রিজিট পেভমেন্ট কাজের টেন্ডার ডকুমেন্টস সংগ্রহ করা হয়েছে।
এদিকে দুদক তদন্তে নামায় আতঙ্কে রয়েছেন সড়ক ও জনপথ বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বণিক বার্তাকে বলেন, দুদক যেসব কাজের তথ্য সংগ্রহ করছে তার অধিকাংশই আমার যোগদানের আগের কাজ। কয়েকটি কাজের বিষয়ে একই সঙ্গে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
এদিকে নগরীর পাওয়ার হাউজ মোড় থেকে ময়লাপোতা পর্যন্ত রিজিট পেভমেন্ট ঢালাইকাজে দুর্নীতির অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট ঠিকাদারের সিকিউরিটি মানির ৭০ লাখ টাকা আটকে দেয়া হয়েছে।