তৃতীয় প্রান্তিকে এনএফটি বিক্রি ৬০% কমেছে

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটি বিক্রি দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৬০ শতাংশ কমেছে। ব্লকচেইন ট্র্যাকার ড্যাপরাডারের বরাতে তথ্য নিশ্চিত হয়েছে। সাধারণত কোনো ছবি, ভিডিও বা অনলাইন গেমের কোনো আইটেমের মতো ডিজিটাল অ্যাসেট এনএফটি হিসেবে বিক্রি হয়। ২০২১ সালে এনএফটি বিক্রি রেকর্ড সর্বোচ্চে পৌঁছলেও সাম্প্রতিক মাসগুলোতে তা কমতে শুরু করেছে। ড্যাপরাডার বলছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৩৪০ কোটি ডলারের এনএফটি বিক্রি হয়েছে। দ্বিতীয় প্রান্তিকের ৮৪০ কোটি ডলারের চেয়ে যা ৬০ শতাংশ কম। চলতি বছরের প্রথম প্রান্তিকে এনএফটি বিক্রি হয়েছিল হাজার ২৫০ কোটি ডলারের। এনএফটির বৃহত্তম মার্কেটপ্লেস ওপেনসিতে সেপ্টেম্বরে এনএফটি বিক্রি টানা পাঁচ মাসের মতো কমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন