মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিকের পর টাইগ্রেসদের উল্লাস

আইসিসি টি২০ র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান -, আর মালয়েশিয়া ২৬ নম্বরে। র্যাংকিংয়ের ব্যবধান ফুটে উঠল মাঠের লড়াইয়েও। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের নম্বর মাঠে গতকাল এশিয়া কাপ টি২০-তে মালয়েশিয়াকে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাটিং করে উইকেটে ১২৯ রান তোলে নিগার সুলতানার দল। পরে অভিষিক্ত ফারিহা ইসলাম তৃষ্ণার হ্যাটট্রিকে প্রতিপক্ষকে মাত্র ৪১ রানে অলআউট করে স্বাগতিকরা।

শুরুতে অবশ্য বাংলাদেশকে ভয় পাইয়ে দিয়েছিল ক্রিকেটের পুচকে দল মালয়েশিয়া। প্রথম বলেই বাংলাদেশের ওপেনার শামীমা সুলতানাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন পেসার সাশা আজমি। দলীয় ৩৪ রানে বিদায় নেন ফারজানা হকও। মাহিরাহ ইজ্জত ইসমাইলের বলে তাকে স্টাম্পিং করেন উইকেটকিপার আইনা নাজওয়া। এরপর স্থিতি আনেন মুর্শিদা খাতুন নিগার। ৬৩ বলের মোকাবেলায় ৮৭ রান যোগ করেন দুজন। ৩৪ বলে ৫৩ রান করে অধিনায়ক নিগার যখন সাজঘরে ফেরেন, তখন দলের স্কোর ১৮. ওভার শেষে ১২১/৩। পরের বলে আউট হয়ে যান মুর্শিদাও। শেষ ওভারে আরো এক উইকেট হারিয়ে রান যোগ করে বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে মালয়েশিয়ার মেয়েরা দেখেশুনে শুরু করলেও ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংহামকে বোল্ড করে ডেডলক ভাঙেন ২০ বছর বয়সী পেসার ফারিহা তৃষ্ণা। এর পরের দুই বলে তিনি টানা আউট করেন ম্যাস ইলিসা মাহিরাহ ইসমাইলকে। ইলিসাকে বোল্ড করেন আর ইসমাইল হয়েছেন লেগ বিফোর। এর মধ্য দিয়ে হ্যাটট্রিক করে আন্তর্জাতিক টি২০-তে নিজের অভিষেক রাঙালেন ফারিহা কৃষ্ণা। এর আগে ২০১৮ সালে ফাতিমা খাতুন আন্তর্জাতিক টি২০-তে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন আরব আমিরাতের বিপক্ষে।

ফারিহার পেস তোপ সামলে না উঠতেই বাংলাদেশের স্পিন অ্যাটাকে এলোমেলো মালয়েশিয়া। রুমানা আহমেদ, সানজিদা আক্তার মেঘলা, ফাহিমা খাতুন সালমা খাতুনরা কোণঠাসা করে রাখেন প্রতিপক্ষকে। তাদের ঘূর্ণি বলের সামনে রান তুলতে পারেনি মালয়েশিয়া, উইকেটও হারিয়েছে নিয়মিত ব্যবধানে। চাপের মুখে মালয়েশিয়ার সর্বোচ্চ জুটি ৩২ বলে ১৩ রান!

এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান উত্তাপের ম্যাচ। অবশ্য উত্তাপটা রাজনৈতিকই বেশি, পারফরম্যান্সের বিচারে ভারতের চেয়ে অনেক পিছিয়ে পাকিস্তানের মেয়েরা। রেকর্ড ছয়বারের এশিয়ান চ্যাম্পিয়ন ভারত এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে। অন্যদিকে, পাকিস্তানিরা গতকাল থাইল্যান্ডের কাছে হারের লজ্জা পেয়েছে। আজ দিনের আরেক ম্যাচে মালয়েশিয়া খেলবে শ্রীলংকার বিপক্ষে।

আগামীকাল টুর্নামেন্ট ফেভারিট ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। তার আগে নিগাররা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মতো এক জয় তুলে নিলেন মালয়েশিয়ার বিপক্ষে।

সাত দলের আসরে টেবিলের শীর্ষ চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। ১২ ১৩ অক্টোবর দুটি সেমিফাইনাল এবং ১৫ অক্টোবর ফাইনাল। আসরের সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে সিলেটে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/ (মুর্শিদা ৫৬, নিগার ৫৩; আজমি /১৭, ইজ্জতি /১৭, দুরাইসিংহাম /১৭) মালয়েশিয়া: ১৮. ওভারে ৪১ (ইলসা , নুর আরিয়ান নাসতিয়া ; তৃষ্ণা /১২, রুমানা /, মেঘলা /, ফাহিমা /, সালমা /) ফল: বাংলাদেশ ৮৮ রানে জয়ী। ম্যাচসেরা: নিগার সুলতানা (বাংলাদেশ)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন