পঞ্চগড়ে চা উৎপাদন ও উন্নয়নে মতবিনিময় সভা

বণিক বার্তা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে চা উৎপাদন বৃদ্ধি এবং গুণগত মান উন্নয়নে দিনব্যাপী এক মতবিনিময় সভা গতকাল তেঁতুলিয়া উপজেলার মহানন্দা কটেজে অনুষ্ঠিত হয়েছে। গুড লিফ, গুড কোয়ালিটি গুড প্রাইজ প্রতিপাদ্যকে সামনে রেখে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, পূর্ববাংলা ব্রোকার্স হাউজের ব্যবস্থাপনা পরিচালক আমানত হোসেন, ইউনিটি ব্রোকার্স লিমিটেডের স্বত্বাধিকারী মুরাদ হোসেন, নর্থবেঙ্গল চা কারখানার মালিক সাহেরুল ইসলাম বাপ্পী, ইএসডিওর নির্বাহী পরিচালক . মুহম্মদ শহীদ উজ জামান, ক্ষুদ্র চা চাষী ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন, চা ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনসুর আলী খান, সাধারণ সম্পাদক নিয়াজ চিশতী প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন