আজ মুক্তি পাচ্ছে ‘হৃদিতা’

ফিচার প্রতিবেদক

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা হৃদিতা আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস হৃদিতা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। পরিচালক জুটি ইস্পাহানী-আরিফ জাহান এটি নির্মাণ করেছেন। ২০১৯-২০ অর্থবছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমা। এতে নামভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। তার বিপরীতে একজন কবির চরিত্রে আছেন এবিএম সুমন। সিনেমাটির সংলাপও লিখেছেন আনিসুল হক। চিত্রনাট্যের কাজ করেছেন পরিচালক নিজেই।

হৃদিতায় অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, সিনেমায় আমি একজন শান্ত, ভদ্র, চুপচাপ একটা মেয়ে। যে কিনা আপন মনে কথা বলে। সব মিলিয়ে দারুণ একটা চরিত্র। নিজেকে এখন হৃদিতার জন্য তৈরি করছি। এবিএম সুমন বলেন, আনিসুল হকের গল্প সবসময় দারুণ। এটিও অসাধারণ। দর্শকের মনে ধাক্কা দেয়ার মতো সিনেমা হবে আশা করি। এছাড়া এতে আরো অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরা প্রমুখ।

সিনেমায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী চন্দন সিনহা। গান দুটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। চন্দন সিনহার গাওয়া ঠিকানা বিহীন শিরোনামের গানে সুরারোপ করেছেন ইমরান মাহমুদুল এবং চন্দন সিনহা সিথি সাহার গাওয়া শুধু একবার ছোঁব শিরোনামের ডুয়েট গানটিতে সুরারোপ করেছেন অমিত-ঈশান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন