গতি ফিরছে না তামার বৈশ্বিক বিগলন খাতে

বণিক বার্তা ডেস্ক

তামার বৈশ্বিক বিগলন খাতে গতি ফিরছে না। বর্তমানে দুই বছরের গড় হারের নিচেই অবস্থান করছে বিগলন কার্যক্রম। গত মাসে বিগলন কিছুটা বাড়লেও তা সন্তোষজনক নয়। বিশ্লেষকরা বলছেন, তামা বিগলন প্রতিষ্ঠানগুলো এবং খনিগুলোর মধ্যে ট্রিটমেন্ট চার্জ নিয়ে দরকষাকষি সম্প্রতি বেড়েছে। এটি বিগলন কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। স্যাটেলাইট বিশ্লেষক পরিষেবা প্রতিষ্ঠান ম্যারেক্স সম্প্রতি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, বৈশ্বিক তামা উত্তোলনের বড় একটি অংশই আসে দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে। কিন্তু এসব দেশের খনিগুলোয় শ্রমিকদের মাঝে নানা অভিযোগে বিক্ষোভ দানা বাঁধছে। এছাড়া স্থানীয় সম্প্রদায়গুলোয় প্রতিবন্কতা সৃষ্টি করছে।

এদিকে বিগলন কার্যক্রম ব্যাহত হওয়ায় বাজার সরবরাহ সংকট তীব্র আকার ধারণ করছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটসের এক প্রতিবেদনে দেখা গিয়েছে, ২০৩৫ সালের মধ্যে তামার বৈশ্বিক বাজার সরবরাহে ইতিহাসের সর্বোচ্চ ঘাটতি দেখা দিতে পারে। আর ঘাটতির তীব্রতা ব্যাপকভাবে নির্ভর করছে শিল্প খাতটির সম্প্রসারণ ক্ষমতার ওপর। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি স্থানান্তরজনিত বিভিন্ন অ্যাপ্লিকেশন ধাতুটির চাহিদা সময়ের মধ্যে বাড়িয়ে পাঁচ কোটি টনে উন্নীত করতে পারে, বর্তমানে যা কোটি ৫০ লাখ টনে অবস্থান করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন