সাংহাইয়ের কারখানায় উৎপাদন সক্ষমতার নিচে রাখবে টেসলা

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের শেষ নাগাদ চীনের সাংহাইয়ের কারখানায় সক্ষমতার প্রায় ৯৩ শতাংশ উৎপাদন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে টেসলা। সম্প্রতি কারখানাটির উন্নয়ন করা হলেও সক্ষমতার চেয়ে উৎপাদন কম রাখছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি রয়টার্সকে তথ্য জানিয়েছেন। এটিকে টেসলার জন্য একটি বিরল পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষকরা।

২০১৯ সালের শেষের দিকে টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার চীনের বাণিজ্যিক কেন্দ্রে কারখানাটি প্রতিষ্ঠার পর পূর্ণ সক্ষমতায় উৎপাদন অব্যাহত রাখার চেষ্টা করছে। সাম্প্রতিক উন্নয়নের মাধ্যমে কারখানাটিতে সংস্থাটির উৎপাদন সক্ষমতা ৩০ শতাংশ বেড়েছে। সাংহাইয়ে এখন সপ্তাহে সর্বোচ্চ ২২ হাজার ইউনিট গাড়ি উৎপাদন করতে সক্ষম প্রতিষ্ঠানটি।

পরিচয় প্রকাশ না করার শর্তে সূত্র দুটি কারখানাটিতে পূর্ণ সক্ষমতায় গাড়ি উৎপাদন না করার কোনো কারণ জানাননি। যদিও তাদের মধ্যে একজন জানান, তিনি যা প্রত্যাশা করেছিলেন, তার চেয়েও কমসংখ্যক গাড়ি উৎপাদন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলেও টেসলা কোনো সাড়া দেয়নি।

স্থানীয় নির্মাতাদের বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যেই এমন পদক্ষেপ নিল টেসলা। সাম্প্রতিক সময়ে কভিডজনিত বিধিনিষেধের কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির কার্যক্রম ধীর হয়ে পড়েছে। শ্লথ হয়েছে ভোক্তা ব্যয়ও।

সূত্রগুলো আরো জানান, উন্নয়নের পর কারখানাটি সপ্তাহে ১৪ হাজার মডেল ওয়াই এবং আট হাজার মডেল থ্রি গাড়ি উৎপাদন করতে সক্ষম। কারখানাটির আপগ্রেডের সময় চলতি বছর শহরজুড়ে দুই মাস ধরে লকডাউনের সময় ব্যতীত টেসলা পূর্ণ উৎপাদন সক্ষমতা চালু রাখার চেষ্টা চালিয়েছে। চলতি বছরের বাকি সময়ে টেসলা এখন সপ্তাহে ২০ হাজার ৫০০ ইউনিট নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে ১৩ হাজার মডেল ওয়াই হাজার ৫০০ ইউনিট মডেল থ্রি।

চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের প্রথম আট মাসে চীনে টেসলার গাড়ি বিক্রিতে প্রায় ৬০ শতাংশ উল্লম্ফন হয়েছে। তবে সময়ে সামগ্রিক ইভি বিক্রি বাড়ার তুলনায় গতি খুবই দুর্বল। দেশটিতে ইভি বিক্রি দ্বিগুণেরও বেশি বেড়েছে।

প্রতিষ্ঠানটি গত মাসে চীনে গাড়ি সরবরাহের সময় অন্তত চারবার কমিয়েছে। পাশাপাশি যেসব ক্রেতা ১৬ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে গাড়ি কিনবেন তাদের টেসলা বীমার হাজার ইউয়ান ( হাজার ১০০ ডলার) কর কমানোর প্রস্তাব দেয়া হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, আরো বেশি ক্রয়াদেশই পদক্ষেপগুলোর লক্ষ্য। চাইনা মার্চেন্টস ব্যাংক ইন্টারন্যাশনালের বিশ্লেষক শি ঝি বলেন, কয়েক মাসের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। এটি ইভির বাজারে মূল্যযুদ্ধকে তীব্র করে তুলবে।

চলতি বছরের প্রথম আট মাসে টেসলা চীনে তৈরি ৬০ শতাংশ গাড়ি স্থানীয় বাজারে বিক্রি করেছে। বাকি গাড়িগুলো অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান সিঙ্গাপুরের মতো বৈদেশিক বাজারে রফতানি করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন