পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালকদ্বয় মো. নজরুল ইসলাম মজুমদার ও নাসরিন ইসলাম তাদের মেয়ে আনিকা ইসলামের কাছে ব্যাংকটির মোট ২ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৫০০ শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে উপহার হিসেবে ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে এক্সিম ব্যাংক।
তথ্য অনুসারে, নজরুল ইসলাম মজুমদার তার মেয়ে আনিকা ইসলামের নামে ৭৮ লাখ ৭৫ হাজার শেয়ার হস্তান্ত করবেন। এ উদ্যোক্তা পরিচালকের কাছে বর্তমানে ব্যাংকটির ৬ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৯১৩টি শেয়ার রয়েছে। অন্য উদ্যোক্তা পরিচালক নাসরিন ইসলাম তার মেয়ের কাছে ২ কোটি ১০ লাখ ৬০ হাজার ৫০০টি শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। নাসরিন ইসলামের কাছে বর্তমানে ব্যাংকটির ৫ কোটি ২০ লাখ ৬০ হাজার ৭২০টি শেয়ার রয়েছে।
ডিএসইতে গত মঙ্গলবার ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১০ টাকা ২০ পয়সা থেকে ১৪ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।