নিউইয়র্কে কম্পিউটার চিপ কমপ্লেক্স

১০ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা মাইক্রনের

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্থানীয় চিপ উৎপাদন চাঙ্গায় পরবর্তী দুই দশকে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রন টেকনোলজি। নিউইয়র্কে একটি কম্পিউটার চিপ কমপ্লেক্স নির্মাণে অর্থ ব্যয় হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

মাইক্রনের দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান। এর ফলে নিউইয়র্কে আগামী ১০ বছরে ৫০ হাজারেরও বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর আগে আগস্টে প্রতিষ্ঠানটি আগামী দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে মেমোরি কার্ড উৎপাদন খাতে বিভিন্ন ধাপে হাজার কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছিল।

মাইক্রনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এটিকে আমেরিকার আরেকটি জয় বলে উল্লেখ করেছেন।

চীনের সঙ্গে টেক্কা দিতে এবং সেমিকন্ডাক্টর খাতে স্বনির্ভরতার লক্ষ্যমাত্রা সামনে রেখে গত আগস্টে চিপ অ্যান্ড সাইনস অ্যাক্ট সই করেন বাইডেন। একই সময়ে তিনি সেমিকন্ডাক্টার উৎপাদন গবেষণা খাতে হাজার ২৭০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। এর পরেই মূলত চিপ উৎপাদনে বিনিয়োগ প্রতিযোগিতা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। যাতে যোগ দিয়েছে ইনটেল করপোরেশন এবং কানাডার ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্টের মতো প্রতিষ্ঠানও।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন