সিঙ্গাপুরে খুচরা বিক্রি প্রত্যাশার চেয়ে কম

বণিক বার্তা ডেস্ক

আগস্টে খুচরা বিক্রি বেড়েছে ১৩ শতাংশ। সিঙ্গাপুরের একটি ব্যাগের দোকান ছবি: রয়টার্স

সিঙ্গাপুরে খুচরা বিক্রির গতি অব্যাহত রয়েছে। আগস্টে অর্থের হিসাবে বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেড়েছে। যদিও প্রবৃদ্ধির গতি আগের মাসের তুলনায় কিছুটা মন্থর। জুলাইয়ে খুচরা বিক্রি বাড়ার হার ছিল ১৩ দশমিক শতাংশ। খবর স্ট্রেইটস নিউজ।

গতকাল প্রকাশিত সিঙ্গাপুরের ডিপার্টমেন্ট অব স্ট্যাটিসটিকসের পরিসংখ্যান অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে পিছিয়ে রয়েছে। ব্লুমবার্গের জরিপে অর্থনীতিবিদরা ১৫ দশমিক শতাংশ বিক্রি বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন।

ডিপার্টমেন্ট অব স্ট্যাটিসটিকস অনুসারে, মোটর গাড়ি বাদে খুচরা বিক্রি বছরওয়ারি হিসাবে ১৬ দশমিক শতাংশ বেড়েছে। হার জুলাইয়ের ১৮ দশমিক শতাংশ থেকে কম।

এদিকে বছরওয়ারি হিসাবে এশিয়ার নগররাষ্ট্রটির খুচরা বিক্রি বাড়লেও মাসভিত্তিক হিসাবে সংকুচিত হয়েছে। আগস্টে খুচরা বিক্রি আগের মাসের তুলনায় দশমিক শতাংশ কমে গিয়েছে। যেখানে জুলাইয়ে জুনের তুলনায় দশমিক শতাংশ বেড়েছিল। তবে বছরওয়ারি হিসাবে বেশির ভাগ ক্যাটাগরির খুচরা বিক্রি বেড়েছে। বিশেষ করে পোশাক জুতার বিক্রি সবচেয়ে বেশি বেড়েছে। এগুলোর বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৬৪ দশমিক শতাংশ বেড়েছে। ব্যাগ জুতার উচ্চ চাহিদার কারণে ক্যাটাগরির বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ডিপার্টমেন্টাল স্টোরগুলোয় বিক্রি ৪২ দশমিক শতাংশ বেড়েছে। যেখানে খাদ্য অ্যালকোহলের বিক্রি ৪৮ দশমিক শতাংশ বেড়েছে। তবে তিন ক্যাটাগরির বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। সময়ে যানবাহন বিক্রি দশমিক শতাংশ কমেছে। সুপারমার্কেট হাইপারমার্কেটের পাশাপাশি মিনি মার্ট কনভেইন্যান্স স্টোরের বিক্রি যথাক্রমে দশমিক শতাংশ দশমিক শতাংশ কমেছে।

তবে মাসভিত্তিক হিসাবে বেশির ভাগ শিল্পের খুচরা বিক্রি পতনের মুখোমুখি হয়েছে। ১৪টির মধ্যে ১০টির খুচরা বিক্রি নিম্নমুখী হয়েছে। পেট্রল পরিষেবা স্টেশনগুলোয় বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ কমে গিয়েছে। আগস্টে আনুমানিক মোট খুচরা বিক্রির মূল্যমান ছিল ৩৮০ কোটি ডলার। এর মধ্যে অনলাইন বিক্রি ছিল ১২ দশমিক শতাংশ। গাড়ি বাদে মোট খুচরা বিক্রির মূল্যমান ছিল প্রায় ৩৪০ কোটি ডলার। এর মধ্যে ১৪ দশমিক শতাংশ এসেছে অনলাইন খুচরা বিক্রি থেকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন