তৃতীয় টি২০

রুশোর সেঞ্চুরিতে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

ভারত সফরে গিয়ে তিন ম্যাচের টি২০ সিরিজে প্রথম দুই ম্যাচেই হেরে বসে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে ডেভিড মিলারের সেঞ্চুরিতে দুর্দান্ত লড়াই করেও হারের স্বাদ পাওয়া প্রোটিয়ারা আজ তৃতীয় ম্যাচে জয়ের হাসি হেসেছে। ইন্দোরে রাইলি রুশোর সেঞ্চুরিতে অতিথিরা দুশোর্ধ্ব সংগ্রহ নিয়ে জিতেছে ৪৯ রানে।২২৮ রান তাড়া করতে নেমে ১৭৮ রানে অলআউট হয়েছে ভারত।

 

হলকার স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেয় ভারত। প্রোটিয়ারা সুযোগটি কাজ লাগিয়ে উইকেটে ২২৭ রানের সৌধ গড়ে। দলীয় ৩০ রানে অধিনায়ক তেম্বা বাভুমার বিদায় ঘটলেও দ্বিতীয় উইকেটে মাত্র ৪৭ বলে ৮৯ রান যোগ করেন কুইন্টন ডি কক রুশো। ডি কক ৪৩ বলে ৬৮ রান করে আউট হওয়ার পর ট্রিস্টান স্টাবসকে (১৮ বলে ২৩) নিয়ে আরেকটি দুর্দান্ত জুটি উপহার দেন রুশো। তারা দুজন ৪৪ বলে ৮৭ রান যোগ করেন। শেষ মুহূর্তে বলে ১৯ রান করে প্রোটিয়াদের স্কোরটা স্ফিত হতে সাহায্য করেনকিলার মিলার ৪৮ বলে ৭টি চার ৮টি ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন রুশো।

 

লোকেশ রাহুলের জায়গায় ঋষভ পন্ত বিরাট কোহলির জায়গায় শ্রেয়াস আইয়ারকে নিয়ে একাদশ সাজানো ভারত এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে রানের মধ্যেই হারায় রোহিত শর্মা শ্রেয়াসকে। দিনেশ কার্তিক (২১ বলে ৪৬) চোখ রাঙালেও দলীয় শতরানের আগেই বিদায় ঘটে তার। নিয়মিত উইকেট পতনের একটি পর্যায়ে ভারতের স্কোর দাঁড়ায় ১২০/৮। জয়ের সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাওয়ার পর দীপক চাহার (১৭ বলে ৩১) উমেশ যাদবের (১৭ বলে ২০*) ব্যাটে সম্মানজনক স্কোর পায় স্বাগতিকরা। ডোয়াইন প্রিটোরিয়াস সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া ওয়েন পারনেল, কেশব মহারাজ লুংগি এনগিডি দুটি করে উইকেট নেন।

  

বৃহস্পতিবার শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন