ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে প্রায় চারঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এরই মধ্যে বনানী, কল্যাণপুর, সিদ্ধিরগঞ্জ, মানিকনগরসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরে পেয়েছেন গ্রাহকরা। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ( ডিপিডিসি) এবং  ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডের (ডেসকো) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাকি এলাকাগুলোতেও দ্রুত সময়ের মধ্যে সরবরাহ চালুর চেষ্টা চলছে। 

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বণিক বার্তাকে জানান, তাদের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবারাহ শুরু হয়েছে। এরই মধ্যে কল্যাণপুর, সিদ্ধিরগঞ্জ, মানিকনগর এলাকায়  বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। লোডও চলে এসেছে। আশা করা যাচ্ছে ২/৩ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

পাশাপাশি ডেসকোর আওতাধীন কিছু এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সংস্থাটির এমডি কাওসার আমির আলী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সম্পূর্ণ বিতরণ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করতে পারব।

এর আগে আজ মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটের সময় জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লার আংশিক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন বিপুলসংখ্যক মানুষ। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ ব্যবস্থাপক এ বি এম বদরুদ্দোজা সুমন  জানান, আজ মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটের সময় এই বিপর্যয় ঘটে। ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লার বড় অংশে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন