
জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। আজ মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়ে দুঃখ প্রকাশও করেছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে। এই সাময়িক পরিস্থিতির জন্য আমরা দুঃখিত।’
বিদ্যুৎ বিপর্যয়ের কিছুসময় পর থেকেই গ্রাহকরা কথা শুনতে না পারা, কাঙ্খিত নম্বরে ফোন না যাওয়া, কল কেটে যাওয়াসহ বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সমস্যায় পড়ছিলেন। এর মধ্যেই অ্যামটবের পক্ষ থেকে এ বিবৃতি এল।