পদার্থে এবারো নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বণিক বার্তা অনলাইন

পদার্থ বিজ্ঞানে অবদান রাখার জন্য এবারো নোবেল পেয়েছেন তিনজন বিজ্ঞানী। এরা হলেন আলেইন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার ও অ্যান্টন জেলিঙ্গার। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে স্টকহোমে রয়্যাল সুইস একাডেমি অফ সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।

মূলত কোয়ান্টাম টেকনোলজির ওপর গবেষণার জন্য ২০২২ সালের পুরস্কার জিতলেন তারা। তাদের আবিষ্কার কোয়ান্টাম টেকনোলজিতে নতুন যুগের সূচনা করবে বলে উল্লেখ করেছে সুইস একাডেমি। 

এর আগে ২০২১ সালেও তিনজন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

গতকাল সোমবার চিকিৎসা বিজ্ঞানে পুরস্কার পান সুইডিশ বিজ্ঞানী স্বন্তে প্যাবো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন