রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, শিশুর মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় ধারালো অস্ত্রের আঘাতে এক নারীর আহত হওয়ার খবরও জানানো হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নং ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫২ ব্লকে এ ঘটনা ঘটে। ৮-এপিবিএনের অধিনায়ক এডিআইজি মো. আমির জাফর এসব তথ্য জানিয়েছেন। 

নিহত শিশুর নাম তাসদিয়া আক্তার (১১)। সে ওই ক্যাম্পের এইচ-৫২ ব্লকের মো. ইয়াছিনের মেয়ে। আহত নারী দিল আয়াছ (১৮) সম্পর্কে তাসদিয়ার ভাবী। তিনি একই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ নুর এর স্ত্রী। 

স্থানীয়দের বরাতে এডিআইজি আমির জাফর বলেন, আজ ভোররাতে উখিয়ার ১৮ নং ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫২ ব্লকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করে বিভিন্ন ঘরে হামলা শুরু করে। এক পর্যায়ে ওই ক্যাম্পের রোহিঙ্গাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে তারা। এতে শিশুসহ দুজন আহত হয়। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এসময় দুর্বৃত্তরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করেও গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

এপিবিএন অধিনায়ক বলেন, এরপর ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসদিয়া আক্তার নামের ওই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত দিল আয়াছের অবস্থা আশংকজনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহত রোহিঙ্গা শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন