টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, ৩ নারীর মরদেহ উদ্ধার

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফের বাহারছড়ার অদূরে ট্রলার ডুবির ঘটনায় তিন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের বাহারছড়ার মনতলী-উত্তর শীলখালীর সমুদ্রতীর এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। 

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গা নাগরিকবোঝাই ট্রলার ডুবির ঘটনায় ভেসে আসা তিনজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এর আগে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে চার দালালসহ ৩৯জন, মারিশবনিয়া সমুদ্রতীর থেকে ছয়জনসহ মোট ৪৫জনকে জীবিত উদ্ধার করেন বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। ট্রলারটিতে ৮৫ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, ৩০ রোহিঙ্গা উদ্ধার


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন