সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের সাড়ে ৪৭ কোটি ডলারের মামলা

বণিক বার্তা অনলাইন

সিএনএনের বিরুদ্ধে সাড়ে ৪৭ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, এ সংবাদমাধ্যমে তার প্রসঙ্গে ব্যবহৃত শব্দগুচ্ছ ভবিষ্যত রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। খবর এপি।

গতকাল সোমবার ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করা হয়।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতিরে অভিযোগ আনেন ট্রাম্প। তার অভিযোগ সম্পর্কে সিএনএনে ব্যবহৃত ‘দ্য বিগ লাই’ বাক্যাংশ ব্যবহার নিয়ে মূল আপত্তি। এ ধরনের শব্দের ব্যবহারের মাধ্যমে নিউজ নেটওয়ার্কটি তার রাজনৈতিক ক্যারিয়ারে প্রতিবন্ধকতা তৈরি করছে বলে জানান।

মামলায় ট্রাম্প জানান, নাৎসিদের সঙ্গে সম্পর্কিত ‘দ্য বিগ লাই’ বাক্যাংশটি তাকে উদ্দেশ্য করে ২০২১ সালের জানুয়ারি থেকে সাত হাজার ৭০০ বার ব্যবহার করেছে সিএনএন।

গতকাল এক বিবৃতিতে ট্রাম্প আরো জানান, অন্যান্য সংবাদ সংস্থাগুলোর বিরুদ্ধেও তিনি একই ব্যবস্থা নেবেন। ক্যাপিটল দাঙ্গার বিষয়ে তদন্তকারীদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে পারেন বলেও জানান তিনি।

তবে এ নিয়ে সিএনএন কোনো মন্তব্য করেনি। অবশ্য নতুন সিএনএন প্রধান ক্রিস লিচ কয়েক মাস আগে একটি বৈঠকে সংবাদকর্মীদের ওই শব্দগুচ্ছ ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন