
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তেতে সিএসই-৫০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন একটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর একটিকে বাদ দেয়া হয়েছে। এই পরিবর্তন ২০ অক্টোবর থেকে কার্যকর হবে।
সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিটি হলো ফরচুন সুজ লিমিটেড। আর সূচক থেকে বাদ পড়েছে ব্যাংক এশিয়া লিমিটেড।
সমন্বয় পরবর্তী কোম্পানিগুলো হলো এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন কেবল, ফরচুন সুজ লিমিটেড, বিবিএস ক্যাবলস, বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ, বিএসআরএম স্টিলস, কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বিডি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিপিএইচ ইস্পাত, গ্রামীণফোন, ইফাদ অটোস, আইএফএইসি, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএল বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক ও আরো ২০ কোম্পানি।