সিঙ্গাপুরে বাড়ির দাম বছরওয়ারি বেড়েছে ১৩.২%

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সিঙ্গাপুরে বাড়ির দাম আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক শতাংশ বেড়েছে। সুদের হার বৃদ্ধির মধ্যেও ক্রেতাদের বাড়ি ক্রয়ে আগ্রহ বাড়ায় মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে ডটকম।

সোমবার আরবান রিডেভেলপমেন্ট অথরিটি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে ব্যক্তিগত বাড়ির মূল্য দশমিক শতাংশ বেড়েছে। একই সঙ্গে এক বছর আগের তুলনায় মূল্য ১৩ দশমিক শতাংশ বেড়েছে।

সিঙ্গাপুরে বাড়ির মূল্য বৃদ্ধি পেলেও অন্যান্য কয়েকটি দেশে মূল্য নিম্নমুখী হয়েছে। গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাড়ির মূল্য নিম্নমুখী হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার সিডনিতে টানা আট মাসে (সেপ্টেম্বর শেষে) বাড়ির মূল্য কমেছে।

সিঙ্গাপুরে আবাসন খাত পরিষেবা প্রদানকারী সংস্থা হিসেবে পরিচিতি রয়েছে এপিএসি রিয়েলটি লিমিটেডের। এটির ইআরএ ইউনিটের গবেষণা এবং পরামর্শদাতা বিভাগের প্রধান নিকোলাস মাক বলেন, দেশে ক্রমবর্ধমান সুদের হার বৃদ্ধি এবং সম্ভাব্য অর্থনৈতিক মন্দার মধ্যেও ক্রেতাদের বাড়ি ক্রয়ে আগ্রহ বাড়ায় মূল্য বৃদ্ধি পাচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন