দুই ঘণ্টায় ৪৫ শতাংশ সিকিউরিটিজের দর অপরিবর্তিত

‌নিজস্ব প্রতি‌বেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস আজ সোমবার লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় সব সূচক নিম্নমুখী অবস্থানে রয়েছে। এ সময় পর্যন্ত এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া সিকিউরিটিজের মধ্যে ৪৫ শতাংশেরই দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়লেও বেলা সোয়া ১১টার পর কমতে থাকে। বেলা সাড়ে ১১টায় ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে ৬ হাজার ৫২৯ পয়েন্টে দাঁড়ি‌য়েছে।

অন্য সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক এ সময়ে ১ প‌য়েন্ট কমে ২ হাজার ৩৩৩ ও শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ৪২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির বা ২৪ দশমিক ৪৪ শতাংশের, কমেছে ১০৯টির বা ৩০ দশমিক ২৮ শতাংশের, আর অপরবর্তিত রয়েছে ১৬৩টি বা ৪৫ দশমিক ২৮ শতাংশ সিকিউরিটিজের বাজারদর।

প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ৬৮৬ কো‌টি ৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন