আগস্টে জাপানের শিল্পোৎপাদন বেড়েছে ২.৭%

বণিক বার্তা ডেস্ক

জাপানের শিল্পোৎপাদন খাত ঊর্ধ্বমুখী রয়েছে। আগস্টে জুলাইয়ের তুলনায় শিল্পোৎপাদন বেড়েছে দশমিক শতাংশ। কাঁচামালের ঘাটতি কমানোর মাধ্যমে কভিড-১৯ মহামারীপূর্ব স্তরের উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধার হওয়ায় দেশটিতে শিল্পোৎপাদন বেড়েছে। খবর কিয়োদো নিউজ।

জাপান সরকারের প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়, ২০১৫ সালের ১০০ বেসিস পয়েন্ট ভিত্তির বিপরীতে আগস্টে জাপানের শিল্পকারখানা এবং খনিগুলোয় ঋতুভিত্তিক উৎপাদনসূচক বেড়ে ৯৯ দশমিক পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক অনুযায়ী ওই মাসে দেশের শিল্পোৎপাদন মাঝারি আকারে বৃদ্ধি পেয়েছে। যেখানে আগের মাসে শিল্পোৎপাদন দশমিক শতাংশ বেড়েছিল।

সরকারি এক কর্মকর্তা বলেন, আগস্টের সূচকটি ২০২০ সালের জানুয়ারিতে নিবন্ধিত ৯৯ দশমিক পয়েন্টকেও ছাড়িয়ে গিয়েছে। এর মাধ্যমে প্রাক-মহামারী স্তরের উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

জুলাইয়ে সংশোধনের পরও দেশটির শিল্পোৎপাদন দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এর আগে জুনে চীনা সরকার নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউন তুলে দেয়। ফলে কাঁচামাল সরবরাহে ঘাটতি কমে আসায় আগস্টে জাপানের শিল্পোৎপাদন বৃদ্ধি পায়। দেশটির অর্থনীতি, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সমীক্ষায় ১৫টি শিল্পকারখানা অংশ নেয়। এর মধ্যে ১০টি কারখানার উৎপাদন ঊর্ধ্বমুখী রয়েছে। বাকি পাঁচটির উৎপাদন নিম্নমুখী।

এদিকে উৎপাদনকারীদের এক সমীক্ষায় বলা হয়, সেপ্টেম্বরের সামগ্রিক হিসাবে ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ এবং তথ্য যোগাযোগ ইলেকট্রনিকস যন্ত্রাংশের নেতৃত্বে শিল্প উৎপাদন দশমিক শতাংশ বাড়বে। পাশাপাশি অক্টোবরে গাড়ি উৎপাদন শিল্প বাদে পরিবহন শিল্প সরঞ্জাম উৎপাদন দশমিক শতাংশ বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন